"মানুষ যদি ধর্মের কাছে শান্তি পায়, তাতে আপত্তির কি আছে? স্বার্থপর কিংবা মতলববাজরা অন্যভাবে ধর্মকে ব্যবহার করে, কিন্তু সেটা তো ধর্মের দোষ নয়। কোটি কোটি মানুষ এখনো ধর্মের কাছে আস্থা ও সান্তনা পায়, সেটা তো মিথ্যে নয়।"
( 📖 পূর্ব-পশ্চিম, ✍️সুনীল গঙ্গোপাধ্যায় )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন