'নারী শুধু ইঙ্গিত, সে প্রকাশ নয়। নারীকে আমরা দেখি বেলাভূমে দাঁড়িয়ে -মহাসিন্ধু দেখার
মত। তীরে দাঁড়িয়ে সমুদ্রের যতটুকু দেখা যায় আমরা নারীকে দেখি ততটুকু। সমুদ্রের জলে
আমরা যতটুকু নামতে পারি,নারীর মাঝেও ডুবি ততটুকু।...সে সর্বদা রহস্যের পর রহস্য
জাল দিয়ে নিজেকে গোপন করছে - এই তার স্বভাব।'
( 📖কুহেলিকা, ✍️কাজী নজরুল ইসলাম )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন